এ বিজয় আওয়ামী লীগের একা নয় আপামর জনতার বিজয়- শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছে। এ বিজয় আপামর জনতার বিজয়।’
শনিবার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উৎসবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঐক্যবদ্ধ শক্তি সব সময় বিজয় অর্জন করে, এই নির্বাচনে সেটাই প্রমাণ হয়েছে। যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, সব রাজনৈতিক দল, সবাইকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে, তারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করেছেন।’
বিজয় উৎসবে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ দীর্ঘদিন পর স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আমি মা-বোন, নারীদের, তরুণ প্রজন্মকে, এদেশের কৃষক-শ্রমিক-কামার-কুমার-তাঁতীসহ সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই। যারা আমাদের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিয়েছেন, নির্বাচন কমিশনসহ তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’
তিনি আরো বলেন, ‘মনে রাখতে হবে। আমরা এই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। এটাই আমাদের অঙ্গীকার। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
« কবিরহাটে গৃহবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণ : আটক ১ | বাংলারদর্পন (Previous News)
Related News

অন্ধকার হতে আলোর পথে যাত্রা – হাসিব চৌধুরী
বাঙালি জাতির প্রাণের মানুষ, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তি যুদ্ধের দীর্ঘ ৯ মাসRead More

ফেনী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জসিম-সহ সভাপতি মনির-সম্পাদক জীবন
প্রেস বিজ্ঞপ্তি : ফেনী প্রেসক্লাব কার্যকরি পরিষদ ২০২১’র নির্বাচনে দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিমRead More