হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার মধুময় বাঁশীর সুর | বাংলারদর্পন

গীতি গমন চন্দ্র রায় গীতি :

ঠাকুরগাঁওয়ের ৫ টি উপজেলা নিয়ে গ্রাম বাংলার ঘার বাশীঁ, বাশের তৈরি মোহন বাশীঁর ও রাখালের বাশীঁর সুর মাঠেঘাটে সেই সমুধুর সুর শোনা যেত আজ থেকে ৪০ বছর আগে কিন্তু বর্তমানে সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তির পথে।

ঐতিহ্য সংস্কৃতির পথ বয়ে এখন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সিংগারোল গ্রামের মৃত ধরনী রায়ের পুত্র সমারু রায় মধুময় বাঁশীর সুরে মনকে পাগল করে তোলেন।এবং তার বাশীঁর সুর শুনলে সকলের মন আনন্দে ভরে ওঠে।

এ বিষয়ে সমারু রায় বাংলারদর্পন কে জানান, আমার এক ভাই ছিলেন তার নাম ছিল আশারু রায় সে আমার চেয়ে বেশি বাঁশী বাজাতে পারত ।তবে আমি ছোট থেকেই বাশীর সুর খুব প্রিয় ছিল তাই বাঁশী বাজাতে খুব ভাল লাগে। এখন মানুষ সেই ঐতিহ্য সংস্কৃতি কে দূরে সরিয়ে সকলে ব্যাস্ত রয়েছেন তবে আমি এখনও সেই ঘার বাঁশী ধরে আছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *