বিপাশার বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ !

বিনোদন ডেস্ক, বাংলার দর্পন:  লন্ডনের ফ্যাশন হাউজের এক ম্যানেজারকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর বিরুদ্ধে। তিনি হলেন, ইন্ডিয়া-পাকিস্তান-লন্ডন ফ্যাশন শো এর মুখ্য আয়োজক গুরবানি কউরের ম্যানেজার সানা কাপুর। তবে নিগৃহীত ব্যক্তি এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তাকে কিভাবে নিগৃহ করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি লন্ডনের একটি ফ্যাশন শোয়ের র‌্যাম্পে হাঁটার কথা ছিল বিপাশা বসুর। কিন্তু শেষ মুহূর্তে তিনি র‌্যাম্পে যেতে অস্বীকার করেন। তাতে ক্ষতির সম্মুখীন হন আয়োজকরা।

মুখ্য আয়োজক গুরবানি কউর ভারতীয় গণমাধ্যমকে বলেন, সানার হাতে বিপাশার নখের আঁচড়ের দাগ দেখা গেছে। সানা সেটা আমাদের দেখিয়েছে। তখন সে কাঁদছিল। আমি শকড। এই ধরনের মানুষদের মনুষ্যত্ব বলে কি কিছু নেই?

বিপাশার এমন ব্যবহারের কারণে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলে।

তাদের অভিযোগ, বিপাশা তার স্বামী করণকে লন্ডন দেখাতে চেয়েছিলেন এবং শো-এর কর্মকর্তাদের খরচে বেড়াতে যেতে চেয়েছিলেন। এতে রাজি না হওয়ায় বাঁধে গণ্ডগোল।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিপাশা লিখেছেন, ‘এত দিন ইন্ডাস্ট্রিতে কাজ করার পর কোনো এক নারী আমার ওয়ার্ক এথিক্স নিয়ে কথা বলছেন। সংবাদমাধ্যমের একটা অংশ আবার তাকে প্রাধান্যও দিচ্ছে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *