রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি :
রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা, মাদক ও চোরাচালান বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তারেক আব্দুল হান্নান, রামগড় পৌরসভার প্যানেল মেয়র ১ আহসান উল্লাহ, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. দেলোয়ার হোসেন, পৌর মাষ্টারপাড়া বাজার কমিটির সম্পাদক মো. শাহআলম প্রমূখ।
এসময় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক প্রকাশ করে বলেন, মাদক ও চোরাচালান জিরোতে নিয়ে আসার জন্য এর বিরুদ্ধে প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বক্তারা ভারতীয় জুয়া সিলং তীর বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে ইসরাত বলেন, মাদক, চোরাচালান ও সিলং তীর জুয়া খেলা বন্ধে কয়েকদিনে মধ্যে প্রশাসন, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে রামগড়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। তিনি সচেতনতার পাশাপাশি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তির্বগ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।