সোনাগাজী প্রতিনিধি : গত দুদিনের ভারী বর্ষনে ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের সীমানা এলাকায় অবস্থিত ৯ নং স্লুইজ গেইট ধসে বেঁড়িবাধে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। অব্যহত ভাঙ্গনে ইটালি মার্কেট এলাকার সাথে সোনাগাজী বাজার মুখি যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছে।
গত কিছুদিন পূর্বে স্লুইজ গেইটের রাস্তা ধস্ ও ভাঙ্গনের শুরু হলে উপজেলা নির্বাহি অফিসারের নির্দেশে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো সংস্কার করেন। যথাযথ ভাবে সংস্কার না হওয়ায় রোববার দিবাগত রাতে স্লুইজ ধসে ভাঙ্গনের শুরু হয়।
চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো জানান, দ্রুত সংস্কার না হলে স্লুইজ সংলগ্ন বেঁড়িবাধের দুপাশে অারো ভাঙ্গন হতে পারে এবং অাবাদযোগ্য জমিও ভাঙ্গনের কবলে পড়তে পারে।