মাে ইমাম উদ্দিন সুমন, নােয়াখালী প্রতিনিধিঃ-
নােয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন নলুয়া ভুঁইয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠ রবিবার বিকেল ৩টায় বীর মুক্তি যােদ্ধা হাজী ইদ্রিস স্মৃতি গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান মাে আবদুল মনান মুনাফ, বিশেষ অতিথি ছিলেন ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঃ নুরুল আলম ভূঁঞা পারভেজ, ইউপি সদস্য আবদুল খালেক মেম্বার। উক্ত খেলায় অংশ গ্রহন করেন, ধর্মপুর হাজীরহাট স্পােটিং ক্লাব বনাম নীমতলা একাদশ। টান টান উত্তজনা ও হাড্ডা হাড্ডি লড়ায় ১/০ গােল নীমতলা একাদশ পরাজিত করেন হাজীরহাট স্পাটিং ক্লাবকে। পরে অতিথিরা খেলােয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করে।