বাদ পড়া নিয়ে কি বলছেন তোফায়েল আহমেদ ?

নিউজ ডেস্কঃ

নতুন মন্ত্রিসভা নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তোফায়েল আহমেদ বলেন প্রধানমন্ত্রী উনার পছন্দমত যোগ্য সৎ আদর্শবাদন ব্যক্তিদের নিয়েই কেবিনেট করেন।

“আমার মনে হয় তিনি সেজন্যই করেছেন ও ভালোই করেছেন”।

তোফায়েল আহমেদ বলেন, “আমি ৭২ সাল থেকে প্রতিমন্ত্রী, ৯৬এ মন্ত্রী ছিলাম। নির্বাচনকালীন সরকারে শিল্প ও গৃহায়ন এবং পরে আবার বানিজ্যমন্ত্রী ছিলাম। সুতরাং আমরা যারা পুরনো নতুনদের তো জায়গা দিতে হবে। একসময় তো যেতে হবে”।

বিদায়ী মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই প্রবীন রাজনীতিক বলেন, ” আমার মনে হয় উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যারা কেবিনেটে জায়গা পেয়েছেন তারা সবাই যোগ্য ও আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ভালোভাবেই সরকার পরিচালনা করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *