নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেতে শুরু করেছেন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যরা। এবারের মন্ত্রিসভায় ৪৬ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন। এখন পর্যন্ত যারা ফোন পেয়েছেন তারা হলেন:
১. জুনায়েদ আহমেদ পলক
২. আসাদুজ্জামান খান কামাল
৩. টিপু মুন্সী
৪. খালিদ মাহমুদ চৌধুরী
৫. মুহিবুল হাসান চৌধুরী নওফেল
৬. আনিসুল হক
৭. জাহিদ হাসান রাসেল
৮. বীর বাহাদুর উশৈ শিং
৯. ডা: দীপু মনি
১০. নসরুল হামিদ (বিপু)
১১. এম. এ. মান্নান
১২. গোলাম দস্তগীর গাজী
১৩. ড. আব্দুর রাজ্জাক
১৪. শাহরিয়ার আলম
১৫. ড. এনামুল রহমান
১৬. শ. ম রেজাউল করিম
১৭. সাইফুজ্জামান চৌধুরী
১৮. আনিসুল হক
১৯. আ হ ম মোস্তফা কামাল
২০. জাহিদ আহসান রাসেল
২১. ড. এ কে আবদুল মোমেন
২২. ইয়াফেস ওসমান
২৩. এনামুল হক শামীম
২৪. ইমরান আহমেদ চৌধুরী
২৫. মোস্তফা জব্বার
২৬. আশরাফ আলী খান খসরু
২৭. আ ক ম মোজাম্মেল হক
২৮. মুন্নুজান সুফিয়ান
২৯. ওবায়দুল কাদের
৩০. তাজুল ইসলাম
৩১. মোতিয়া চৌধুরী
৩২. ড. হাছান মাহমুদ
৩৩. সাধন চন্দ্র মজুমদার
৩৪. কামাল মজুমদার
৩৫. নুরুল ইসলাম সুজন
৩৬. জাহিদ মালেক
৩৭. নুরুল মজিদ হুমায়ুন
৩৮. স্বপন ভট্টাচার্য্য
৩৯. মোঃ শাহাবুদ্দিন
এখনও নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়াদের ফোন দেওয়া চলছে…