এ বাশার চঞ্চল : নওগাঁর রাণীনগরে বিবাদমান জায়গা নিয়ে বিরোধের জ্বের ধরে এক মুদি দোকানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনের ঘটনায় দোকানে থাকা প্রায় দুই লক্ষ টাকার মালাপত্র পুড়ে ছাই হয়েছে। এঘটনায় শনিবার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার চামটা গ্রামের আহম্মদ আলীর ছেলে মুদি দোকান মালিক শরিফুল ইসলামের ওই এলাকার স্কুল মাঠে টিন দিয়ে নির্মিত মুদি দোকানে বিবাদমান জায়গা নিয়ে বিরোধের জ্বের ধরে শুক্রবার রাত অনুমান সাড়ে ১১ টায় পেট্রল ঢেলে আগুন ধরে দেয়। আগুনে ওই দোকানের তেল, সাবান, বিস্কিট, সিগারেট-বিড়ি সহ প্রায় দুই লক্ষ টাকার মালাপত্র ভস্মিভূত হয়েছে বলে দাবি করেন দোকানের মালিক শরিফুল ইসলাম। এঘটনায় শনিবার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দোকানে আগুন দেয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।