রামগড়ে দিনব্যাপী নৌকার প্রার্থীর গনসংযোগ ও পথসভা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

 

খাগড়াছড়ির রামগড়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপি প্রচারনায় অংশ নিয়েছেন মহাজোট সমর্থীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সোমবার সকাল ১০টায় রামগড়ের পাতাছড়া ইউপির মাহবুবনগর থেকে প্রচারনা শুরু করে পাতাছড়া, নাকাপা, তৈছালা, রামগড় পৌর এলাকা, বলিপাড়া, খাগড়াবিল এলাকায় বিভিন্ন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাঠে ও বাজারে নৌকা প্রতীকের লিফলেট বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন স্বয়ং প্রার্থী। উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা, জনসংযোগের পাশাপাশি উঠান বৈঠকেও অংশ নেন প্রার্থী।

বিভিন্ন পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা তার বক্তব্যে বলেন, নৌকা জিতলে দেশ জিতবে আর উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই। নৌকার বিজয় রুখতে স্বাধীনতা বিরোধী চক্ররা উঠেপড়ে লেগেছে। তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। যতই ষড়যন্ত্র হোক না কেন নৌকার বিজয় রুখার সাধ্য তাদের নেই।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাফল্যগুলো তুলে ধরে নৌকাকে নিয়ে বিভিন্ন শ্লোগান দেন সমর্থকরা। জনসংযোগে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ উপজেলার অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাসহ বিপুল সংখ্যক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *