পাইকপাড়ায় শেখ রাসেল স্মৃতি সংসদে ভাংচুর : ২ যুবলীগ কর্মী আহত

ফেনী প্রতিনিধিঃ

সোনাগাজীর বগাদানার পাইকপাড়ায় রবিবার রাতে  শেখ রাসেল স্মৃতি সংসদে ভাংচুর করেছে যুবদল কর্মীরা।  এসময় ক্লাবে অবস্থান করা  যুবলীগ কর্মী খুরশিদ ও ইউনুছকে কুপিয়ে জখম করেছে যুবদল কর্মীরা।

ইউপি চেয়ারম্যান ও উপজেলা অা.লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক খোকন জানান, অাহতদের সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবলীগ কর্মী খুরশিদ জানান, আবু সুফিয়ান, মানিক, মুন্সি, সোহাগ ও শাহাদাতসহ কয়েকজন যুবদল ক্যাডার কুঠিরহাটস্থ শেখ রাসেল স্মৃতি সংসদে ভাংচুর চালায়। এতে বাধা দেয়া তাকে এবং ইউনুছকে কুপিয়ে জখম করে। তিনি আরও জানান, ওইসব সন্ত্রাসীরা গোপাল গাঁও বঙ্গবন্ধু পরিষদে ব্যাপক ভাংচুর করেছে।

মডেল থানার ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *