‘মহাজোটের প্রার্থী শিরীন আখতারকে বিজয়ী না করা পর্যন্ত ঘরে ফিরব না- নাসিম চৌধুরী

জহিরুল ইসলাম জাহাঙ্গীর :
রবিবার (সন্ধ্যার পর) ছাগলনাইয়ায় ফেনী-১ আসনে মহাজোটের প্রার্থী শিরীন আখতার ও নৌকার সমর্থনে বক্তব্য রাখেন শেখ হাসিনার সাবেক এপিএস আলাউদ্দিন চৌধুরী নাসিম।
নাসিম বলেন,ফেনী-১ আসনে শিরীন আখতারের নৌকা প্রতীক হলো বঙ্গবন্ধুর, মাননীয় প্রধানমন্ত্রীর ও এ দেশের গণ মানুষের। তাই শিরীন আখতারকে বিজয়ী করে শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে চাই।নৌকার বিজয়ে প্রত্যাশা ব্যাক্ত করে তিনি বলেন,শিরীন আখতারকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরব।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ এর মহাজোটের প্রার্থী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শিরীন আখতার,ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বশর মজুমদার তপন,ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল,পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।
Related News

পরশুরামে হোটেল ও ফার্মেসীর জরিমানা | বাংলারদর্পণ
ফেনী’ প্রতিনিধি, পরশুরামে একটি হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধেRead More

অটো পাশের দাবীতে মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
ফেনী’ প্রতিনিধি ফেনীতে পরীক্ষার দাবিতে আধঘন্টা মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। চার দফা দাবি আদায়েRead More