প্রিতম মজুমদার, ইবি :
কুষ্টিয়া শহরের ঐতিহ্যাবাহী আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাবের আয়োজনে ক্লেমন ক্রিকেট টুর্নামেন্টের উব্ধোধনী অনুষ্ঠান শক্রবার সকাল ১০ টায় ক্লাব সংলগ্ন হাউজিং এফ ব্লক মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার বিশিষ্ট ক্রীয়াবিদ প্রফেসর ড. মো: সেলিম তোহা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম তোহা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের এক দশক এবং আমাদের ক্রিকেট এই তিনটি বৈশ্যিষ্টের কারণে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ত করতে পারলে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক থেকে দুরে রাখা যাবে। কুষ্টিয়া জেলাও ক্রিকেটে পিছিয়ে নেই, এখানে হাবিবুল বাশার সুমনের মত বরেণ্য ক্রিকেটারের জন্ম হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র জনাব আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির সদ্য সাবেক প্রক্টর ড. মো: মাহাবুবুর রহমান, জেলা ক্রীয়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীয়া সংগঠক খন্দকার ইকবাল মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চলনার দায়িত্বে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আমানউল্লাহ। খেলায় মোট ১২টি দল অংশগ্রহন করে। অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক দি টিচার।