যুবদলের হামলায় সোনাগাজীতে বিএনপির মতবিনিময় সভা পন্ড | বাংলারদর্পন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজীতে আভ্যন্তরিন কোন্দলের জেরে নির্বাচনী সভা করতে পারেনি ফেনী-৩ সোনাগাজী-দাগনভূঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী দাগনভুঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। 

জানা যায় , মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে সোনাগাজী কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভার আয়োজন করে উপজেলা বিএনপি। খবর পেয়ে সেখানে ছুটে যায় উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা। 

পরে সভায় দাওয়াত নিয়ে উপজেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন ও ধানের শীষের প্রার্থী আকবর  হোসেনের সাথে বাক-বিতন্ডা হয়। এর এক পর্যায়ে সভা না করেই ফিরে যায় বিএনপির প্রার্থী আকবর হোসেন।
পৌর যুবদল এর সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম জানান, মাঠে নুন্যতম অবস্থান নেই এমন নেতাদের সাথে প্রার্থীর বৈঠকের খবর পেয়ে যুবদল নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে সভা পন্ড করেছে। 

সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জানান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ যুবদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে মূল্যায়ন না করেই সভার আয়োজন করায় আমরা নির্বাচনী সভা করতে দেয়নি। 

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, আমরা অনেক নেতা কর্মীকে সভার কথা জানিয়েছি, বিএনপি একটি বড় দল এখানে জনে জনে দাওয়াত দেয়ার সুযোগ নেই। 

বিক্ষুব্ধ নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়ে সভার স্থান- ত্যাগ করেন আকবর হোসেন। 

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল উদ্দিন বলেন, বিএনপির দুই গ্রুপের কোন্দলের কারণে তাদের নির্বাচনী জনসভা পন্ড হয়ে গিয়েছে বলে আমরা শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *