মিঠু গোস্বামী জয় :
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শুভ।পুরো নাম শুভ গোস্বামী।পিতা শান্তি গোস্বামী ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী।
শুভ সাধারন একজন কর্মজীবী। পরিবারের একমাত্র পুত্র সন্তান।এক ভাই এক বোনের মধ্যে শুভ বড়।পরিবারের অর্ধেকটা বোঝা তার উপর।ইতিমধ্যে জানা গেল সে ব্রেন টিউমারে আক্রান্ত।যা অপারেশান করা বেশ ব্যয় বহুল।তাই তার পরিবারের আকুল আবেদন সমাজের বিত্তবানদের প্রতি।সকলের একটু সহযোগীতাই পারে তাকে এই রোগ থেকে মুক্ত করতে।
সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করুনঃ
শুভ গোস্বামী মোবাইল নাম্বার – 01703465118;