ইবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. নাসিম বানু সংবর্ধিত

প্রিতম মজুমদার, ইবি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. নাসিম বানুকে লোক প্রশাসন বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. মো: জুলফিকার হোসেন সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে সন্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: জুলফিকার হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো: সেলিমের সঞ্চলনায় বক্তব্য প্রদান করেন সংবর্ধিত ডীন ড. নাসিম বানু, ড. একেএম মতিনুর রহমান, ড. মো: আসাদুজ্জামান, অধ্যাপক ড. রোকসানা মিলি, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমীন, অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দীন, সহযোগী অধ্যাপক ড. মো: লুতফর রহমান, ড. মো: ফকরুল ইসলাম, ড মোর্ত্তজা আলী প্রমুখ।

ড. নাসিম বানু বিশ্ববিদ্যালয়ের একজন প্রযিতযশা অধ্যাপক, এর আগেও তিনি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপুর্ণ প্রশাসনিক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন বিযুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *