এ বাশার(চঞ্চল)রাণীনগর :-নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে প্রায় একশত গ্রাম গাঁজা সহ মোজাম্মেল হক স্বপন (৫৫) নামের একজনকে আটক করেছে। উপজেলার চককুতুব এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জেসমান হোসেন ও এএসআই আফজাল হোসেন উপজেলার চককুতুব গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মোজাম্মেল হকের বাড়ী তল্লাশী করে নিজ ঘরের বিছানার তোষখের নিচ থেকে প্রায় একশত গ্রাম গাঁজা উদ্ধার সহ তাকে আটক করে।
আটককৃত মোজাম্মেল হক এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান।