সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন আর নেই – এমপি রবির শোক

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সবার প্রিয় শেখ মোতাহার হোসেন শুক্রবার সকালে সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেন কিছু দিন যাবৎ শ্বাসকষ্ট জণিত রোগে ভুগছিলেন। মরহুমের বাসভবনে স্বজনসহ সহপাঠি মুক্তিযোদ্ধারা কাঁন্নায় ভেঙে পড়েন।

বিকালে মহান এই মুক্তিযোদ্ধার নামাজে জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। প্রশাসনের কর্মকর্তারা, জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্থরের মানুষ ছিলেন জানাজায়। নামাজে যানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড ওব অনার দেওয়া হয়। নামাজে জানাজা শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় নলকুড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ দিকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তাঁর যুদ্ধকালিন সহকর্মীর মৃত্যু’র সংবাদ শুনে বিকালে মরহুমের বাসভবনে দেখতে যান এবং সেখানে তিনি তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, সবার প্রিয় এই মানুষটি সারাটা জীবন সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে অধিকার সম্মান আদায়সহ বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। যেখানেই অনিয়ম-দুর্নীতি দেখতেন তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেন ঝাপিয়ে পড়তেন। সাতক্ষীরাসহ দেশের মুক্তিযোদ্ধারা একজন দক্ষ কর্মীকে হারাল। তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *