শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার তালা উপজেলাতে ৭৪৯টি আশ্রয়হীন পরিবার ঘর পেয়েছে। আশ্রয়ণ প্রকল্প-২ এর অধিনে “জমি আছে ঘর নেই” প্রকল্পের আওতায় ৭৪৯টি পরিবারের মাঝে একটি করে ঘর তৈরী করে দেওয়া হচ্ছে। শনিবার বিকালে জেলার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের ইদ্রিস আলী শেখের হাতে নির্মিত ঘরের চাবি তুলে দিয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন। তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, খলিশখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান।
তালা উপজেলায় মোট বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৭৪৯টি।এরমধ্যে সরুলিয়া ইউনিয়নে মোট ঘর প্রদান করা হচ্ছে ২৪৫টি। যার নির্মান কাজ শেষ হওয়ায় বিভাগীয় কমিশনার উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।