সাতক্ষীরায় বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বদ্ধভূমিতে শুক্রবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সচেতন নাগরিক কমিটির আহবায়ক কিশোরী মোহন সরকার, জেলা যুব মৈত্রীর সভাপতি স্বপন কুমার শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সাংবাদিক অ্যাড. আবুল কালাম আজাদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য-সচীব লায়লা পারভিন সেজুতি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত , জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, সুধাংশু শেখর সরকার, বাসদ নেতা নিত্যানদ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই রাতে মুক্তিকামী কয়েক’শ মানুষকে ধরে এনে গুলি করে নৃশংসভাবে হত্যার পর দীনশ কর্মকারের এই ডোবায় ফেলে মাটি দিয়ে চাপা দেওয়া হয়। অথচ দেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পরেও ওই বধ্যভূমি সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি। বিষয়টি নিয়ে বার বার প্রশাসনের দ্বারস্থ হলেও আইনি জটিলতা দেখিয়ে কোন উদ্যোগ নেওয়া যায়নি। অথচ ওই জমি একজন মুক্তিযোদ্ধা কিনে একাংশ বাড়ি বানিয়ে সমগ্র বদ্ধভূমি জুড়ে প্রাচীর দেওয়া হচ্ছে। ফলে আগামি বছরে সেখানে আর মোমবাতি জ্বালানাও যাবে না। বক্তারা অবিলম্বে ওই জমি অধিগ্রহণ করে বদ্ধভূমিটি সংরক্ষরণ করে স্মৃতি সৌধ নির্মাণ করতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক আলী নুর খান বাবুল।
Related News

বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়রRead More

কয়রায় প্রধানমন্ত্রী’র দেওয়া জলাধার বিতরণ করলেন সাংসদ বাবু | বাংলারদর্পণ
শেখ সিরাজুদ্দৌলা লিংকন,কয়রা (খুলনা) খুলনার কয়রা উপজেলার আম্পান ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী কতৃক প্রদেয় খাবার পানিRead More