মােস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ :
ঝিনাইদহে ‘পরমানু শক্তির শান্তিপূর্ণ’ ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার দিনব্যাপী ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ প্রতিযােগিতার আয়ােজন করেন জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
জেলা শিক্ষা অফিসার মােকছেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হােসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সভাপতি আলহাজ সাইদুল করিম মিটু। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য পেশ করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সহকারী কিউরেটর এস এম আবু হান্নান। পরে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।