বহুমুখী আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রিতম মজুমদার, কুষ্টিয়া

‘মেহনতি জনতার সাথে একাত্ম হও’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র মৈত্রী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল সংগঠনের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সকাল  ৯টায় নিজ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়। তারপর শহীদদের স্মরণে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিকালে শহরের কাটাইখানারমোড়ে অবস্থিত জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ইসতিয়াক খান শশীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা,সমতা ও ন্যায্যতার ভিওিতে আগামীদিনের সমাজ বিনির্মাণ করতে ছাত্র সমাজকে আহবান করে।

অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক সিরাজুল আলম খান শিশির। কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *