সাতক্ষীরা মুক্ত দিবস পালিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরা মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাব জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হাসান মশু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক শাহ আব্দুল সাদী প্রমুখ।
এর আগে শহীদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত ও পুস্প মাল্য অর্পন এবং জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শন করা হয়।
Related News

বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে এগিয়ে যাবে ছাত্রলীগ -ছাত্র সমাবেশে এমপি বাবু
শেখ সিরাজুদ্দৌলা লিংকন,কয়রা (খুলনা) : খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন,Read More

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ
রাকিবুল হাসান সুমন, যশোর কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ইমদাদুল হক ওRead More