শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার কালিগঞ্জে পতিত পুকুর থেকে অজ্ঞাতনাম এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামে আব্দুল ওহাবের পুকুরেই ঘটেছে।
স্থানীয়রা অর্ধগলিত মধ্য বয়সী ব্যাক্তির লাশটি ভাঁসতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার সংবাদে থানা পুলিশ তাছের আলীর বাঁশ বাগান সংলগ্নের আব্দুল ওহাবের পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এখনও পর্যান্ত লাশটির কোন পরিচয় মেলেনি। থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান লাশ উদ্ধারের ঘটনানটির সত্যতা স্বীকার করে বলেন আমিও লাশ উদ্ধারের ঘটনাটা শুনেছি।