শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা তালা উপজেলা থেকে দুটি ওয়ানশুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ অনিমেষ মন্ডল (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অনিমেষ মন্ডল বাতুয়াডাঙ্গা গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রাম থেকে দুটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ সন্রাসী অনিমেষ মন্ডলকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক অনিমষের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।