ফেনী:
ফেনী পৌরসভার ১৬,১৭ ও ১৮নং এ তিনটি ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৯ ফেব্রুয়ারী রােববার বিকালে শহরের রামপুর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভােকেট হাফেজ আহম্মদ। উদ্বােধন করেন ফেনী পৌর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম ভূঁঞা।
এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হােসেন বাহার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মাহাম্মদ মানিক, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, ২ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খােকন হাজারী, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভূঞা।