আইন-শৃঙ্খলা রক্ষায় একই পরিবারভূক্ত সদস্য হিসেবে কাজ করার আহ্বান আইজিপির

নিউজ ডেস্ক :

 

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী,বিপিএম (বার) বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি পরিবার। এ পরিবারের সকল পুলিশ সদস্য’কে একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হবে। তিনি অফিসার ইনচার্জসহ সকল কর্মকর্তাকে নিজ নিজ এলাকার পুলিশ সদস্যদের যেকোন যৌক্তিক সমস্যা সমাধানে আইনগত সহায়তা প্রদানে আন্তরিক হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন বাংলাদেশ পুলিশ শৃঙ্খলার ক্ষেত্রে কখনো আপোস করেনি এবং ভবিষ্যতেও করবেনা। তিনি যেকোন ধরণের অনিয়ম হতে বিরত থাকতে সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

 

২৪জুলাই ১১ ঘটিকায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহাবুবর রহমান, পিপিএম। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজিগণ, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, রেঞ্জের ৭ জেলার সকল পুলিশ সুপার এবং ৭ জেলার থানার অফিসার ইনচার্জ, আরআরএফ/নৌ পুলিশ/ট্যুরিস্ট পুলিশ/ শিল্প পুলিশ/ ট্রাফিক পুলিশ/ এপিবিএন/ পিবিআইসহ মোট ১২টি ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আইজিপি আরও  বলেন, পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা প্রদানে সরকার আন্তরিক রয়েছে এবং এসআই পর্যন্ত ঝুঁকি ভাতা ইতোমধ্যে মঞ্জুর হয়েছে। খুব শীঘ্রই পুলিশ পরিদর্শক হতে তদুর্ধ্ব অফিসার’দের ঝুঁকি ভাতা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ সদস্যদের বেতন হতে বিভিন্ন উদ্দেশ্যে কর্তণের প্রক্রিয়া যথাসম্ভব হ্রাস করা হয়েছে, কল্যাণ ফান্ড হতে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ যোগান দেয়া হচ্ছে, দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যদের নিজস্ব এ্যাম্বুলেন্সে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিশেষ প্রয়োজনে মৃতদেহ সংরক্ষণ করার জন্য মরচুয়ারী স্থাপন করা হয়েছে, পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের উৎসাহীত করার জন্য মেধাবৃত্তি চালু করা হয়েছে, অবসরকালিন রেশন প্রদানের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে, ডিউটি’র জন্য বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল বরাদ্দ করার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাব দেয়া হয়েছে, সুপার নিউমারারী পদে পুলিশ কর্মকতা’দের পদায়ন করার বিষয়টি সরকারের নজরে আনা হয়েছে এবং সকল র‌্যাংক হতে পদোন্নতি প্রাপ্তির প্রক্রিয়া যুগোপযোগী ও সহজতর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *