দাগনভূঞা প্রতিনিধি >>
ফেনী-৩ আসনে (দাগনভূঞা-সোনাগাজী) আওয়ামীলীগের প্রার্থী চায় স্থানীয় এলাকাবাসী। বুধবার সকালে দাগনভূঞা বাজারে স্থানীয় এলাকার জনগনের ব্যানারে মানববন্ধন করেছেন শতাধিক ভোটার।
মানববন্ধনে এলাকাবাসী জানান, তারা জানতে পেরেছেন ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এই আসনে আওয়ামীলীগের জনসমর্থন বেশি, দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মহাজোটের প্রার্থী রিন্টু আনোয়ার মাত্র ৭ হাজার ভোট পেয়েছেন। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল বাসার ৯৩ হাজার ভোট পেয়েছিলেন ।তাই এলাকাবাসী মনে করেন,এই আসনে আওয়ামীলীগের প্রার্থী দিলে বিপুল ভোটে জয়লাভ করবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল, আওয়ামীলীগ নেতা নুর নবী হিরো, সবুজ, পলাশ প্রমূখ।
#বাংলারদর্পন।