ফেনী।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিঃ কিউট হ্যান্ডবল লীগ উদ্বোধন উপলক্ষে ১৮ ফেব্রুয়ারী শনিবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদস্য হারুন অর রশিদ মজুমদার, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবু তাহের।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ফেনী জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে উল্লেখ করেন- ১৯ ফেব্রুয়ারী রোববার কিউট হ্যান্ডবল লীগ উদ্বোধনী অনুষ্ঠান ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
আরো উল্লেখ করেন- ফেনীতে অনুষ্ঠিতব্য প্রথম বারের মতো মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিঃ কিউট হ্যান্ডবল লীগ ২০১৭ খেলায় চারটি গ্রুপে ১৫টি ক্লাব অংশগ্রহণ করছে। আগামী ১ মার্চ এ লীগের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। এ সময় ফেনীর কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।