সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা রির্টানিং অফিসারের মতবিনিময়

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা রির্টানিং অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা রির্টানিং অফিসার,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমদ বাপী, সাংবাদিক হাবিবুর রহমান ও জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন প্রমুখ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক শাহ-আব্দুল সাদী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক।

মতবিনিময় সভায় জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সকল দলের অংশগ্রহনে দেশে এই প্রথম কোন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সাধারন ভোটাররা যাতে তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে ভোট দিতে পারে এবং উৎসব মূখর পরিবেশে ভোট সম্পন্ন হয় সে জন্য জেলা রির্টানিং অফিসার হিসাবে তিনি সরকারের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্য এ সময় অঙ্গিকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *