কুমিল্লা :
রবিবার বিকালে গ্লোবাল ইউনিক একাডেমীতে কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের লেকচারার মল্লিকা রানী দে।
এতে সভাপতিত্ব করেন গ্লোবাল ইউনিক একাডেমীর অধ্যক্ষ উত্তম বহ্নি সেন। সভাপতি ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনায় আরো মনোযোগী হতে এবং নিয়মশৃংখলা ও আদব কায়দা মেনে চলার আহবান জানান।
তিনি তাদেরকে মোবাইল ফোন না ধরার জন্য সাবধান করেন। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হল: দেবোত্তম বহ্নি সেন, দীপ চক্রবর্তী, মারজানা ইসলাম মাহিন, শ্রাবন্তী রানী বণিক, তৃপ্তি ভৌমিক, তাসফিয়া মজুমদার পুনম, সুসমিতা সরকার।