সোনাগাজীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজী মোঃ হানিফ:

সোনাগাজীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে শহরের নাছির কমিউনিটি সেন্টারে ৮ই নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে উপজেলা সভাপতি হাফেজ মাও. হিজবুল্লাহ’র সভাপতিত্বে ও মুতাসিম বিল্লাহ রাসেলের সঞ্চালনায় হাতপাখার সমর্থকদের নিয়ে এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি  ছিলেন- ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাইর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশ্রাফ আলী আকন।

 

বিশেষ অতিথি ছিলেন- ফেনী-৩ (সোনাগাজী দাগণভূঁইয়া) আসনে হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলন ফেনী জেলার জয়েন্ট সেক্রেটারি কামরুল ইসলাম শাহাদাত, সহকারী দপ্তর সম্পাদক মাও. নাছির উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন ফেনী জেলার সভাপতি মু. আবদুর রহমান ফরহাদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আবদুল্লাহ আল মাসুম, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার অর্থ সম্পাদক মাও. সালাহ উদ্দিন আইয়ুবী।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন- উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি কারী ইসমাইল, সেক্রেটারি হাফেজ মাও. ছানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাও. জাকারিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাতার প্রবাসী হাফেজ মাও. গোলাম কিবরিয়া, ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইব্রাহিম মোহাম্মদ শাকিল, সহ-সভাপতি মাও. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আরিফ, প্রচার সম্পাদক হাফেজ দিদার হোসেন, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মু. জাবের হোসাঈন, সাধাণ সম্পাদক ইব্রাহিম মিয়াজীসহ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *