শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে আশাশুনির মাদক সম্রাট নামে খ্যাত ইয়াবা ব্যবসায়ী বারিক গাজীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার সন্ধায় এসআই মন্জুরুল হাসান ও এসআই নূর ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ খড়িয়াটি গ্রামের মৃত: ফজলে রহমান গাজী ওরফে ফেলু গাজীর পুত্র মাদক সম্রাট ইয়াবা ব্যবসায়ী বারিক গাজী (৪৫) কে মরিচ্চপ নদীর উপর নির্মত বেইলী ব্রীজের সন্নিকট হতে গ্রেফতার করেন।
বারিক গাজী ইতিপূর্বে হিরোইন সহ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কয়েক মাস কারাবাস শেষে জামিনে মুক্ত আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ০৫(১১)১৮ নং মামলা দায়ের করাসহ মঙ্গলবার সকালে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।