৯ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ নভেম্বর শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এবার মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা। আগে ছিল ২৫ হাজার টাকা ।

এ লক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশ্ববর্তী নির্বাচনী অফিসে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই মনোনয়ন জমা ও বিক্রির বিষয়ে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছেন। ৩০০ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *