ভারতীয় ডেপুটি হাই কমিশনার সাতক্ষীরার মঠ ও মন্দির পরিদর্শণ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ডেপুটি হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর রাজা প্রতাপাদিত্যর ঐতিহাসিক যশারশ্বরী কালিমন্দির ও দেবহাটার প্রণব মঠ পরিদর্শণ করেছেন।

এ উপলক্ষ্যে রবিবার সকালে  তিনি সাতক্ষীরার সার্কিট হাউজে উপস্থিত হন। সেখানে জেলা মদির সমিতি, বাংলাদশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, জয় মহাপ্রভু সেবক সংঘসহ সংখ্যালঘু সম্প্রদায়ের  নেতৃবৃন্দ তাকে ফুলের তাড়া দিয়ে শুভেছা জানান। এ সময় তার সফর সঙ্গী ছিলেন ফাষ্ট সেক্রেটারী রাজশ ইউক, শিশির কাটারী ও নবনীতা চক্রবর্তী।

এরপর দুপুর একটায় তিনি শ্যামনগর ঈশ্বরীপুরের রাজা প্রতাপাতিদ্যর ঐতিহাসিক নিদর্শণ যশারশ্বরী কালিমন্দীরে পুজা দেন । এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা কেহ দেশ ছেড়ে যেবন না। এ দেশ আপনাদের। ভারত বাংলাদেশ অকৃত্রিম বন্ধু দেশ। সৌহার্দপুর্ণ পরিবেশের মধ্যে দিয়ে দু’ দেশের সম্পর্ক অটুট থাকবে এটা ভারত দেখতে চায়। আড়াইটায় তিনি দেবহাটার গাজীরহাট প্রণব মঠ পরিদর্শণ করন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *