কয়রা (খুলনা) প্রতিনিধি,
খুলনার কয়রায় ৪বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে কয়রা থানা পুলিশ উপজেলার শিমলা র-আইট গ্রামের শফিকুল গাজীর পুত্র ধর্ষক আবারুল ইসলাম (১৯) কে আটক করেছে।
কয়রা থানা পুলিশ ও ধর্ষিতা শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ডিসেম্বর শনিবার বিকাল সোয়া তিনটার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির সামনে মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে অন্তাবুনিয়া বাজারের মাঠে খেলছিল।
এ সময় প্রতিবেশী আবারুল তাকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে অন্তাবুনিয়া বাজারের মানিকলাল স্বর্নকারের দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করে শিশুটির কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক আবারুল পালিয়ে যায়।
খবর পেয়ে কয়রা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে কয়রা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে।
থানা পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে কয়রা থানার ওসি তদন্ত এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২১ডিসেম্বর বিকালে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলারচর গ্রাম থেকে ধর্ষক আবারুল কে আটক করেছে।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন, বাংলারদর্পণ