মনোহরগঞ্জে সরসপুর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের মাটির কাজ চলছে

সাহেদ সাব্বির: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ডুমুরিয়া গ্রামে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসূচির মাটির কাজ চলছে। কাজের উদ্বোধন করেন ৯ নং ওয়ার্ড মেম্বার মো: মাহফুজুর রহমান। কাজটি সরসপুর ইউনিয়নের বটতলী থেকে শুরু হয়ে ডুমুরিয়া গ্রামের ভিতর দিয়ে মকবুল মিয়ার বাড়ী পর্যন্ত গিয়ে শেষ হবে। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় যে, রাস্তাটি প্রায় ১২ফুট চওড়া করা হচ্ছে এবং ৩ফুট উঁচু করা হচ্ছে। অনেক ভালোভাবে রাস্তাটির মাটির কাজ চলছে। ডুমুরিয়া গ্রামের আবদুল মন্নান জানান, আমাদের এই রাস্তাটি প্রতি বছর বন্যার পানিতে ডুবে যায়। ফলে স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর চলাচল করতে অনেক কষ্ট হয়। কিন্তু এই বছর আমাদের মেম্বার মাহফুজুর রহমান সাহেব যেভাবে কাজ করাচ্ছে তা দেখে আমাদের কাছে খুবই ভাল লাগছে। যেভাবে আমাদের গ্রামের রাস্তাটি চওড়া ও উঁচু করা হচ্ছে সেভাবে আমাদের বিশ্বাস আমাদের গ্রামের রাস্তাটি আর বন্যার পানিতে ডুবে যাবে না। এছাড়াও এরক মাটির কাজ কোথাও হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে আমাদের গ্রামের মাটির কাজটি অনেক ভালো হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় মেম্বার মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। ইউপি মেম্বার মাহফুজুর রহমান বলেন, আমাদের কর্মসূচির কাজ শতভাগ হবে। এ কাজে কোন অনিয়ম হবেনা। মাটির কাজটি ভালো হতে দেখে আমার ওয়ার্ডের জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমার ওয়ার্ডের জনগণের জন্য আমি সবসময় কাজ করছি। ভবিষ্যতেও কাজ করব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *