ফেনী প্রতিনিধি :
বাংলার দর্পন পাঠক ফোরাম ফেনী শাখার আয়োজনে ১নভেম্বর সকালে বাংলার দর্পন কার্যালয়ে বাংলারদর্পন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। বাংলারদর্পন’র প্রকাশক এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক যুগান্তর প্রতিনিধি যতন মজমদার, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি ও বিএমএসএফ ফেনী শাখার সাধারন সম্পাদক সৈয়দ মনির আহমদ, এনএ নিউজ সম্পাদক নান্টু লাল দাস, সোনাগাজী প্রেসক্লাব সহ সভাপতি ও জিএসনিউজ’র সম্পাদক মেহরাব হোসেন মেহেদী।
উপস্থিত ছিলেন, বাংলারদর্পন প্রতিবেদক এমদাদ খান, মোহাম্মদ ইকবাল হোসাঈন, ফেয়ারবার্তা প্রতিনিধি আবদুল কাউয়ুম নিশান, ফেনীর ডাক প্রতিনিধি হানিফ ডালিম, ফেনী কলেজ ছাত্র আবদুল্লাহ আল নিলয় প্রমূখ ।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।