ভর্তি জালিয়াতির দায়ে ভারতে ৬৩৪ ডাক্তারের লাইসেন্স বাতিল

বাংলার দর্পন ডেস্ক:-২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ভারতের মধ্যপ্রদেশে ৬৩৪ জন ডাক্তারের লাইস্নেস বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশটির সর্বোচ্চ আদালতে রায়ে বলা হয়েছে, আসামিরা ‘প্রতারণা’ এবং ‘গণহারে জালিয়াতির’ আশ্রয় নিয়েছিল। খবর বিবিসির।

দায়ী এই চিকিৎসকরা ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল এবং অর্থ দিয়ে তাদের হয়ে পরীক্ষা দিতে মেধাবী ছাত্রদের ভাড়া করেছিলো।

খবরে আরও বলা হয়েছে, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে সে সময় অনেক টাকার লেনদেনও হয়েছে। এক একটি সিটের জন্য ১০ লাখ থেকে ৭০ লাখ রুপি পর্যন্ত হাতবদল হয়েছে।

মধ্যপ্রদেশ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষ দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে ব্যাপক এক তদন্ত চলছে। তার অংশ হিসাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এলো। তদন্তে কয়েক হাজার লোক গ্রেপ্তার হয়েছে। ভিয়াপাম নামে পরিচিত এই কেলেঙ্কারির তদন্তের সময় অভিযুক্ত অন্তত ৩৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *