এ.বাশার চঞ্চল :
নওগাঁ’র রাণীনগরে রেল লাইনের উপরে পরে আছে অজ্ঞাত ব্যাক্তির লাশ । বুধবার সন্ধ্যার আগে লাশ দেখতে পেয়ে সান্তাহার জিআরপি থানাপুলিশ কে খবর দিলে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে, গতকাল সন্ধ্যার আগে রাণীনগর উপজেলার রেল লাইনের চকের ব্রীজ এলাকার উত্তরে ঝালঘড়িয়া নামক স্থানে এক ব্যাক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন জিআরপি থানাপুলিশকে খবর দেয়। অজ্ঞাত ওই লাশের পরনে কালো প্যান্ট এবং গায়ে সাদা-কালো চেক শাট রয়েছে।তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মূখো-মন্ডল থেৎলে যাবার কারনে চেহারা বিকৃত হযে গেছে। তবে শরীর অনুপাতে বয়স অনুমান ৪০-৪৫ বছর হতে পারে বলে ধারনা করা হচ্ছে । তবে কিভাবে ,কখন এঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না।
এব্যাপারে সান্তাহার জিআরপি থানার ওসি মুনিরুল ইসলাম জানান,খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে যতটুকু খবর পেয়েছি তার এখনো কোন পরিচয় মেলেনি। হয়ত রাস্তা পারা-পারের সময় এদূর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তিনি। এরিপোট লেখা পর্যন্ত রাত অনুমান পৌনে সাতটা নাগাদ লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছিল বলে জানাগেছে।