সুলতান মনসুরের গা থেকে মুজিব কোট খুলে নিয়েছে ছাত্রলীগ | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদের গা থেকে মুজিব কোট খুলে নেওয়ার অভিযোগ উঠেছে যুদ্ধাপরাধী জঙ্গীবাদ নির্মূল মঞ্চ কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রলীগ নেতা আলী হোসেন এর বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে নগরীর উপশহরে হোটেল রোজভিউয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় সুলতান মনসুরকে লাঞ্ছিত করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক এই সহ-সভাপতি।

এস সময়ের আলোচিত আওয়ামী লীগ নেতা সুলতান মুহাম্মদ মনসুরের গা থেকে মুজিব কোট খুলে নেওয়ার কথা স্বীকার করে আলী হোসেন জানান, “সুলতান মনসুর এক সময় আওয়ামী লীগের নেতা ছিলেন। এখন তিনি মোস্তাকদের দলে ভিড়েছেন। কোনো বেঈমানের গায়ে মুজিব কোট থাকতে পারে না।”

তিনি আরো বলেন, “শাহ আজিজুর রহমান সিলেটে আইয়ুব খানকে জুতা প্রদর্শন করেছেন, মিছবাহ উদ্দিন সিরাজ মোস্তাকের স্টেজ ভেঙে দিয়েছেন আর আমি সুলতান মনসুরের মত বেঈমানের গা থেকে মুজিব কোট খুলে নিয়েছি।”

তিনি বলেন, “শেখ মুজিব আমার পিতা। কারো প্ররোচনায় নয়, বরং আমি আমার আদর্শিক অবস্থান থেকে এই কাজ করেছি। এর সাথে আর কারো সম্পৃক্ততা নেই।”

বুধবার ঐক্যফ্রন্টের সমাবেশে সুলতান মনসুর মুজিব কোট পড়ে অংশ নিলে আবারও তা খুলে নেবেন বলে জানান আলী হোসেন।

এককালের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মুহাম্মদ মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এই সমাবেশে অংশ নিতে ড. কামাল হোসেনের সাথে মঙ্গলবার বিকেলেই তিনি সিলেট আসেন।

এরপর রাতে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে ফেরার সময় রাত সাড়ে ১০টার দিকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুর এবং মো. শাহজাহান হোটেল রোজভিউর সামনে এসে পৌঁছালে সেখানে সুলতান মনসুরকে লাঞ্ছিত করেন সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন।

এসময় তিনি সুলতান মনসুরের গায়ে পরিহিত মুজিব কোট খুলে নেন। পরে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সুলতান মনসুর ও শাহজাহানকে সরিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি শান্ত করেন।

এ ব্যাপারে সুলতান মুহাম্মদ মনসুর আহমদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *