সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার ওলামাবাজার এলাকায় বৃহস্পতিবার বিকালে দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ শেখ ফরিদ নামে (৩৯) এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। সে দক্ষিন পশ্চিম চর ছান্দিয়া গ্রামের আবু সুফিয়ান চৌকিদারের ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন বাংলারদর্পনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এবং তার স্বীকারোক্তি অনুযায়ী নুরুল ইসলাম হাজী ফার্ম থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।