ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিলের মধ্য দিয়ে কেক কেটে শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ।
আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সরকারের উন্নয়নের তৃণমূলের কাছে পৌঁছে দেয়ার আহবান জানান।
উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভুলু মজুমদারসহ আ’লীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।