শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠককালে এ জামায়াত-বিএনপি’র ৬ নেতাকর্মীকে আটক করেছে। বুধবার বিকালে উপজেলার ঝিকরা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোঃ মোসলেম গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৫০), মৃত হারুন খাঁর ছেলে মোঃ আঃ ওহাব (৫৬), গয়ড়া গ্রামের আলহজ্ব আঃ রশিদের ছেলে মাওলানা আনোয়ার হোসেন (৪৮), আবুল হোসেনের ছেলে সোয়াইব হোসেন (৫০), মৃত আফসারের ছেলে শওকত আলী (৪০) ও মৃত সুলতান আহম্মেদের ছেলে মোঃ শহিদুল্লাহ (৫০)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এসআই মোঃ নাজিম উদ্দিন, এএসআই মোঃ রাসেল রানা, এএসআই মোঃ আলাউদ্দিন, এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ আঃ হালিম, এএসআই মিলন হোসাইন, এএসআই রবিউল ইসলাম সহ ফোর্সের সহায়তায় কলারোয়ার ঝিকরা প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জামায়াত-বিএনপির কিছু উচ্ছৃংখল নেতাকর্মিরা নাশকতার পরিকল্পনা করাকালীন তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ধারা- ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ ১৫(৩)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করাসহ জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।