সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
অব্যহত ভুতুড়ে বিলের বিরুদ্ধে বারবার অভিযোগ দিয়েও কোন ফল না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা।শনিবার বিকাল ৫টায় উপজেলার সমবায় বাজারে উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় গ্রাহকরা।
এসময় বিক্ষোভকারিরা জানায়, দৈনিক ১৫-১৬ ঘন্টা বিদ্যুত থাকলেও পুর্বের চেয়ে ৮/১০ গুন বেশি বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুৎ।
এসময় বিক্ষোভকারিরা জানায়, দৈনিক ১৫-১৬ ঘন্টা বিদ্যুত থাকলেও পুর্বের চেয়ে ৮/১০ গুন বেশি বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুৎ।
নুর নবী নামে এক গ্রাহক জানায়, আগে প্রায় ২শ টাকার মতই বিল হতো। গত তিনমাস ধরে ২হাজার টাকার উর্ধ্বে বিল হচ্ছে।
স্থানীয় চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, নিয়মিত অভিযোগ গুলো পরিষদে শুনতে হয়। কিন্তু ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার অবহিত করেও কোন লাভ হয়নি।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ব্যাবস্থাপক মিজানুর রহমান জানান, আগের চেয়ে বিদ্যুতের ব্যাবহার অনেকাংশে বেড়েছে। ভুতুড়ে বিল করার সুযোগ নেই। তবে লিখিত অভিযোগ গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হয়।