শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শুরু হওয়া তিন দিন ব্যাপি উন্নয়ন মেলায় ননস্টপ সেবা দিচ্ছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উন্নয়ন মেলায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এর সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদের দিক নির্দেশনার মাধ্যমে স্টল থেকে বিভিন্ন সেবা প্রদানের মধ্যে দিয়ে ননস্টপ গ্রাহক সেবা শুরু করেছে সরকারি এ প্রতিষ্ঠানটি।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন শেষে মেলার মধ্যে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে বিআরটিএ’র স্টল পরিদর্শনে এসে তাদের কার্যত্রুমে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ইউএনও তহমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন , মেকানিক্যাল এ্যাসিস্টন্ট মোঃ আবু জামাল, অফিস সহকারি নাসির উদ্দিন, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফ্ফার। অপরদিকে বিআরটিএ,র স্টল থেকে দিনব্যাপি গ্রাহকদের বিভিন্ন সেবা সম্পর্কে বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন বলেন, আমরা তিন ব্যাপি উন্নয়ন মেলায় গ্রাহকদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি তার মধ্যে, সাথে সাথে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান, রেজিষ্ট্রেশনের একনলেজমেন্ট ছিলিপ প্রদান, স্মার্ট ড্রাইভিং ও রেজিষ্টেশনের কার্ড সঠিকতা যাচাইয়ের জন্য কার্ড রিডার মেশিনের মাধ্যমে পরীক্ষা করা, বিভিন্ন ফরম, সড়ক নিরাপত্তা বিষয়ক ষ্টিকার, লিফলেট সহ ট্রাফিক সিগনালের বই বিতারন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন বিআরটিএ’র যে কোন সেবা আমাদের এই স্টল থেকে পাওয়া যাচ্ছে এবং এ কার্যত্রুম শনিবার মেলা চলাকালিন সময় পর্যন্ত চলবে।