চলতি সংসদের শেষ অধিবেশন বসছে ২১ অক্টোবর

নিউজ ডেস্ক :

দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে ২১ অক্টোবর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন।

৩১ অক্টোবর থেকে শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অর্থাৎ ৩১ অক্টোবরের পর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ আহ্বান করার বাধ্যবাধকতা নেই। সে হিসাবে আগামী অধিবেশনই হতে যাচ্ছে চলতি দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *