পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা সেতু’ : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর নাম দেয়া হবে শেখ হাসিনা সেতু বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা অংশের পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, পদ্মা সেতুর এপ্রোচ সড়কসহ সার্বিক অগ্রগতি প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুকে কেন্দ্র করে নেয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

এছাড়া তিনি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তার বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি না করে হুবহু প্রচার করতে। তার অনেক বক্তব্য সাংবাদিকরা কেটে ছেটে প্রচার করায় জনমনে বিভ্রান্তি হয়।’ এসময় পদ্মা সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া অংশের পদ্মা সেতুর বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *