শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অফিস স্থাপনের লক্ষ্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে মতবিনিময় করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। শনিবার দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফাস্ট সেক্রেটারী দীপক কুমার ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় ভারতীয় ডেপুটি হাই কমিশনার বলেন, সাতক্ষীরা সদরের এমপি মীর মোস্তাক আহমেদ রবি এ জেলাবাসীর সুবিধার্থে ইন্ডিয়ান ভিসা অফিস স্থাপনের কথা বলেছিলেন। তার কথা রাখতে আগামী নভেম্বরে সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অফিস উদ্বোধন করা হবে। ভারত-বাংলাদেশ আমরা প্রতিবেশি দেশ। আমাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো অটুট রাখতে এ উদ্যোগ। বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের প্রশংসা করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। উন্নয়ন অগ্রযাত্রায় ভারতের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। এসময় ইন্ডিয়ান ভিসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এমপি রবি। ভারত ও বাংলাদেশের সাথে প্রতিবেশি ও বন্ধুর্তসুলভ সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রাইনা।
Related Posts
কোটচাঁদপুর থানা পুলিশের সন্ত্রাস বিরোধী মহড়া
সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ‘‘চলো যাই যুদ্ধে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ও…
কয়রায় টাকার বিনিময়ে সরকারি জমি ব্যক্তি নামে নামপত্তন
কয়রা (খুলনা) প্রতিনিধি, খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন উপসহকারী ভুমি কর্মকর্তার বিরুদ্ধে নানান দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ওই…
স্বাভাবিক জীবনে ফিরে দস্যুরা খুশি : জীবন যাপনে নানান প্রতিবন্ধকতা -বাংলারদর্পন
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :ঐতিহ্য সুন্দরবন এখন জলদস্যু-বনদস্যুমুক্ত। দীর্ঘ সময় সুন্দরবনে দস্যুতার সাথে জড়িতরা সরকারের আহবানে সাড়া দিয়ে…