ষড়যন্ত্র করে উন্নয়নের সরকারকে হটানো যাবেনা – ফেনীতে ওবায়দুল কাদের

ফেনী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নালিশের মাত্রা ততই বাড়ছে। বিএনপি এখন নালিশের দলে রুপ নিয়েছে বলে মন্তব্য করেছেন। ‘দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা বিদেশিদের কাছে দেশের নামে নালিশ করে যাচ্ছে, যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি এখন জাতীয় নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের মিথ্যা নালিশ এখন আর কেউ শুনছে না।’ শনিবার বিকালে ফেনী জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ঈদের পরই আন্দোলন করবে বলে গত ১০ বছরে ২০টি ঈদ পার করেছে বিএনপি। আন্দোলনের ডাকেই তাদের ১০ বছর গেলো! মানুষ বাঁচে কয় বছর? এমন মিথ্যাচারীদের দলকে পরিহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। ষড়যন্ত্র করে উন্নয়নের সরকারকে হটানো যায়না। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবেন ফেনী ও নোয়াখালীর মানুষ, এই আমার চাওয়া।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা  চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিষ্টার নোপেল, নিজাম উদ্দিন হাজারী এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অাবুল বাশার ,আ’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল। আরও উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, আলাউদ্দিন চৌধুরী নাসিম প্রমুখ।

যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ৩০ দল নিয়ে সভা করেছেন লোক হয়েছে ৯শ থেকে এক হাজার। ‘বিভিন্ন দল ও নেতাদের ঐক্য প্রক্রিয়া, যুক্তফ্রন্টকে সরকার স্বাগত জানায়। তারা সভা–সমাবেশেরও অনুমতি পাচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ কমিশনারকে। যারাই সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে চান, তাদের অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *